জনপ্রিয় পোস্টসমূহ

শনিবার, ২৯ অক্টোবর, ২০১১

বিডিপিপসে হাইপ সম্পর্কে পোস্টের নীতিমালা মনে রাখবেন, আজ হোক , কাল হোক , হাইপ এ আপনি প্রতারিত হবেন।

বিডিপিপসে হাইপ সেকশনটি রাখার ক্ষেত্রে নৈতিকভাবে আমরা পক্ষপাতি নই।

তারপরও হাইপ সেকশানটি রাখা হয়েছে মেম্বারদের চাহিদার কথা চিন্তা করে। সত্যিকার অর্থে বাংলাদেশে হাইপ দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং অনেকেই না বুঝে হাইপে সর্বস্ব হারাচ্ছে। মানুষকে হাইপ সম্পর্কে সচেতন করা এবং হাইপ ইনভেস্টমেন্ট এর ঝুকি সম্পর্কে অবগত করাও আমাদের একটি উদ্দেশ্য ।

অনেকে জেনে বুঝে হাইপে ইনভেস্ট করে। তারা হাইপকে ইনভেস্টমেন্ট থেকে গেম্বলিং ভাবতেই বেশি পছন্দ করে। আপনি হাইপকে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখেন সেটা আপনার ব্যাপার । আমরা নিশ্চিত করে বলতে চাই সকল হাইপই প্রতারক এবং হাইপে আপনার সফল হওয়ার সম্ভাবনা ১০% ।

এতসব সতর্কবাণীর পরও যদি হাইপে ইনভেস্টমেন্ট করতে চান, সেটা আপনার নিজস্ব ব্যাপার । বিডিপিপসে হাইপ নিয়ে আলোচনা করতে পারবেন কিন্তু নিম্নোক্ত নীতিমালা অবশ্যই মানতে হবেঃ


  • এমন কোন হাইপ নিয়ে আলোচনা করা যাবে না যেগুলো দিনে ১০% বা তার বেশি প্রফিট অফার করে।
  • কোন অবস্থাতেই কোন বাংলাদেশী হাইপ নিয়ে কোন ধরনের আলোচনা করা যাবে না।
  • কোন অবস্থাতেই কাউকে হাইপে ডিপোজিট করার জন্য প্রলুব্ধ করা যাবে না । তবে পোস্ট এ referral link ব্যবহার করা যাবে।
  • আপনার নিচে হাইপে ডিপোজিট করার জন্য কাউকে ফোরামে ক্যাশব্যাক দেয়া যাবে না বা এধরনের অফার করা যাবে না।
  • আপনি আপনার পেমেন্ট প্রুফ ও হাইপ সম্পর্কে পর্যালোচনা প্রকাশ করতে পারবেন। একটি হাইপকে খুব ভাল বলে মনে হলে বলুন এটা একটা ভালো গেম্বলিং এর সুযোগ । কারো মধ্যে এই হাইপ এর অ্যাডমিন সৎ ও আপনি এই হাইপ এ ইনভেস্ট করে নিশ্চিত প্রফিট করতে পারবেন, এই ধরনের ধারনা জাগ্রত করার চেষ্টা করবেন না।
  • যদি নিশ্চিতভাবে বোঝা যায় সাইটটি স্ক্যাম, তাহলে ঐ হাইপ নিয়ে আলোচনা করা যাবে না।
  • স্পামাররা কোন সতর্কবাণী ছাড়া সরাসরি ব্যানড হবে।

মনে রাখবেন, দুনিয়ায় এমন কোন বিজনেস নেই যা দিয়ে কেউ আপনাকে প্রতিদিন ১% বা তার বেশি প্রফিট দিতে পারে। যদি তাই হত, তাহলে ব্যবসা বাণিজ্যর মত কঠিন কাজ বাদ দিয়ে সবাই হাইপে ইনভেস্ট করতো। হাইপ সাইটগুলো একজনের টাকা আরেকজনকে দেয় এবং যখন অনেক ডিপোজিট হয়, তা নিয়ে উধাও হয়ে যায়। নিজের টাকা নিয়ে গেম্বলিং করবেন সেটা আপনার ব্যাপার , অনুগ্রহ করে অন্যের টাকা ধ্বংস করবেন না।

সতর্কবাণীঃ

ইদানীং অনেক বাংলাদেশীও হাইপ সাইট খুলছে। তারা আপনাকে মিথ্যা আয়ের গল্প শুনিয়ে কোনো হাইপে ইনভেস্ট করতে আপনাকে প্রলুব্ধ করতে পারে। হয়ত সেই হাইপটি ওই ব্যক্তির নিজের এবং প্রতারনার মাধ্যমে সে আপনাকে তার নিজের হাইপে ইনভেস্ট করিয়ে আপনার সকল টাকা মেরে দিবে। হাইপ নিয়ে গেম্বলিং করার সময় কোনো অবস্থাতেই কারো কথা বিশ্বাস করবেন না, আপনি নিজে যতটুকু বুঝেন, তার ভিত্তিতেই গেম্বলিং করুন।

জানিয়ে রাখা ভালো, এই সেকশানটি মডারেট করা হয় না। আজ হোক, কাল হোক, হাইপ সাইট আপনার সাথে প্রতারনা করবেই। বিডিপিপসে কোনো হাইপের আলোচনা দেখে তাতে ডিপোজিট করে যদি আপনি প্রতারিত হন, কোনো অবস্থাতেই বিডিপিপস তার জন্য দায়ী থাকবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন